জিজ্ঞাসা
____মুসাফির
আয়নার সামনে দাড়িয়ে,
আনমনে ভাবনারা খেলা করে
কেমন আছি আমি?
কিছুক্ষন নিশ্চুপ নীরবতা
কোন উত্তর খুঁজে পাই না।
প্রহর থেকে প্রহরে, যেন অনাদিকাল অপেক্ষা
আমি ভালো আছি, একথাটি
বলতে পারার আকুতি, নিঃশেষ করে
তিলে তিলে সমাপ্তির পথে,
এভাবেই হয়তো হারিয়ে যাবো
অতৃপ্তির আত্না হয়ে, পৃথিবীর ইতিহাসে।
অভিমান, অভিযোগ, অবহেলা,
আর তাড়া করবেনা আমায়,
বেঁচে থাকার আনন্দ কবে হারিয়েছে বলো
কি লাভ, শুধুই বোঝার ভার বাড়িয়ে।
কতবার চেয়েছি বোঝাতে আমায়,
চারপাশে শুধুই চোরা কাঁটা ।
বুঝতে দেইনা কিছুতেই
জানতেও পারেনি কেউ, সত্যি কেমন আছি।
পিষ্ট হতে হতে, সিঁদুর লালে রঞ্জিত
চোখের নোনতা জল শুকিয়ে মরুভূমি,
কোন এক রাত্রি দ্বিপ্রহরে নিঃশব্দ প্রার্থনায়
হারিয়ে যাবো কালের গর্ভে, পাবে না ত খুঁজে আমায়।
Views: 18