নিয়মের বেড়াজাল
___মোহাম্মদ ফারুক হোসেন
আমি নিয়মের মধ্যে থাকতে চাই না,
থাকতে চাই না বন্দী হয়ে,
আমি আকাশ দেখতে চাই,
দেখতে চাই বিস্তীর্ণ প্রান্তর।
আমি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই,
হারিয়ে যেতে চাই পথের শেষে,
পথের শেষে নতুন পথ খুঁজে পেতে চাই,
খুঁজে পেতে চাই নতুন গন্তব্যের ঠিকানা!
আমি মাঠের শেষে সূর্যোদয় দেখবো চোখ জুড়িয়ে,
দেখবো চোখ জুড়িয়ে নদীর জলে সূর্যের ডুবে যাওয়া,
সূর্যের ডুবে যাওয়া আলোতে স্নান করবো নদীর জলে,
করবো নদীর জলের সাথে জল খেলা।
আমি হতে চাই না কোন প্রেয়সীর অপেক্ষার প্রহর,
অপেক্ষার প্রহর শেষে তার শুধু না পাওয়ার শূন্যতা,
জড়িয়ে ধরবে তাকে হতাশার লতা পাতা,
হতাশার লতা পাতার সেই বৃক্ষরাজিতে কুসুম ফোটাতে চাই না।
আমাকে রাখতে পারবে না ধরে কোন বন্ধনের জাল,
বন্ধনের জাল কেটে আমি দূরে হারিয়ে যাব,
হারিয়ে যাব মাটির মানুষের বেশে।
আমার যা কিছু আছে উজাড় করে দিব,
উজাড় করে দিব তাদের ভালোবাসা পাওয়ার জন্য,
ভালোবাসা পাওয়ার জন্য যারা মুখিয়ে থাকে,
মুখিয়ে থাকে তারা ভালোবাসার প্রতিদান দেয়ার জন্য।
Views: 14