পদ্ম চোখের কন্যা
____নাজনীন নাহার
তুমি পদ্ম চোখে চাও গো কন্যা,
তুমি গোলাপ ঠোঁটে হাসো।
তোমার নাকের কাঁখে চন্দ্রবিন্দু,
তুমি কারে ভালোবাসো!
ও কন্যা,
তুমি কারে ভালোবাসো!
তোমার কানের ঝুমকোলতায় আঁকা,
প্রণয় কুঞ্জবন গো কন্যা প্রণয় কুঞ্জবন।
তোমার কপালের ওই চূর্ণ চুলে,
আমি হারাই আমার মন।
ও কন্যা,
আমি হারাই আমার মন।
তোমার নেশালু চোখের জল দীঘিতে,
ডুবেছি চিরতরে।
ও কন্যা,
ডুবেছি চিরতরে।
আমার ইহজন্ম লুটিয়ে পড়ে,
তোমার গালের পরে।
ও কন্যা,
তোমার গালের পরে।
তোমার সিঁথির সিথান, চিবুক পৈথান,
আমার বসত বাড়ি।
তোমার গন্ধ এই গায়ে মাখি,
আমার জনম দিব পাড়ি।
ও কন্যা,
আমার জনম দিব পাড়ি।
তোমার ওই মনে কার কথা কয়,
কে ওই মনের উজান ভাটি ঠেলে!
তোমার প্রণয় হৃদয় গাঙে কন্যা,
কোন প্রজা*পতি পাখা মেলে!
ও কন্যা,
কোন প্রজাপতি পাখা মেলে!
কাজল চোখের কন্যা তুমি,
চোখে দীঘল দীঘির ঢেউ।
এই মনের দখল তোমার নামে,
এ মন পাবে না আর কেউ।
ও কন্যা,
এ মন পাবে না আর কেউ।
পাশার দানে মন পেতে গো কন্যা,
রাখি তোমার তরে বাজি আয়ু।
তুমি বিহনে নাই হয়ে যাবে কন্যা,
আমার পরান বায়ু।
ও কন্যা,
আমার পরান বায়ু।
অন্তর তনু রেখে গেলাম কন্যা,
তোমার নাকের ফুলে।
তুমি ছাড়া কেউ নাই যে আমার,
দুনিয়ার কোথাও কোনো কূলে।
ও কন্যা,
দুনিয়ার কোথাও কোনো কূলে।
Views: 14