পদ্য লিখবো
___মোঃআব্দুল্লাহ রিফাত
দেখবো আমি নিজের চোখে
এ জগতের যন্ত্র,
পড়বো আমি আপন মনে
পাগল হওয়ার মন্ত্র।
কেমন করে চলছে জগত
করছে লোকে কারবার,
সেসবকিছু দেখবো আমি
চোখটা মেলে বারবার।
শিখবো আমি অনেক কিছু
দিনের পরে দিন,
হয় যদিও কষ্ট আমার
নিদ্রাবিরামহীন!
শুনবো আমি সকল কথা
বসে থেকে সদ্য,
বাড়ি গিয়ে ভাব নিয়ে
লিখবো যে পদ্য।
Views: 12