প্রজাপতি মন
___✍ মোহাম্মদ ফারুক হোসেন
তোমাকে তো কত কিছুই দিয়েছি
লাল গোলাপ, এক গুচ্ছ রজনী,
কবিতা আর গল্পের বই,আর চিঠি!
তা যে কতগুলো দিয়েছি বলতে পারবো না।
তোমার জন্য লিখেছি কবিতা কত শত
তোমাকে এনে দিয়েছি রঙধনুর রঙ,
পূর্ণিমা রাতের ভরা জোছনা,
আষাঢ় মাসে তোমার প্রিয় কদম ফুল।
জানো আজ তোমার জন্য কী এনেছি!
দেখলেই তুমি অবাক হবে!
আমাকেই তুমি ভুলে যাবে।
তোমার জন্য এনেছি একটি সুন্দর প্রজাপতি।
এই প্রজাপতিটা আমি কখনও দেখিনি,
তুমিও না আর পৃথিবীর কেউ না।
পৃথিবীর সব রঙে আঁকা প্রজাপতির বুক।
ও সারাদিন তোমার পাশে থাকবে,
কখনও তোমার এলো চুলে, কখনও তোমার
পুষ্প সজ্জিত খোপায়, কখনও শাড়ির ভাজে।
সে তোমার অবয়বে রঙ এঁকে দেবে
সারা পৃথিবীর রঙে সেজে তুমি হবে বর্ণিল।
সে মায়াবী চোখে তোমার দিকে তাকাবে অপলক,
তুমিও দৃষ্টি ফেরাতে পারবে না তার থেকে।
ফুলের সুবাস ছড়িয়ে দিবে তোমার সারাটি দেহে
আর প্রশান্তিতে পরিপূর্ণ করে দেবে তোমার মন।
সে তোমাকে তার ডানায় করে নিয়ে যাবে
কোলাহল থেকে দূরে অনেক দূরে,
তুমি পৃথিবীর রূপ দেখে চোখ জুড়িয়ে নেবে
আর লিখে ফেলবে এক মহা কাব্য!
Views: 20