বাউল হবো
____মোঃআব্দুল্লাহ রিফাত
আজকে আমি আঁকতে বসে
আঁকছি পাহাড় নদী,
আঁকছি আর ভাবছি শুধু
বাউল হতাম যদি!
নিজের মতো গান লিখে
নিজের গলায় সুর করে,
গাইতাম আমি গলা ছেড়ে
মন্দটাকে দূর করে।
মেলায় মেলায় গামছা বেধে
দোতারাটা হাতে,
খুশির জোয়ার বইয়ে দিতাম
গানের সুরের সাথে।
Views: 25