বিপন্ন বাসনা
রনী
অনেক সময় চলে যেতে হয়
ক্ষমা চাইতে হয় অপারগতায়
চলে যাবার ক্ষত আর অপরাধ বোধ বয়ে যায় জীবনময়।
তবুও ভালবাসা আসে নিয়ে তার অধিকারের পসরা
বিরোহী গল্প কবিতা ঝরায় কলমে বেদনার বরষা ।
নিত্য নিয়মে দিন যায় আর রাত আসে
আকাশ পানে চেয়ে কেউ যেন বলে সে এখনও খুব ভালবাসে ।
যখন চাঁদের আলোয় ছেয়ে যায় আকাশ
হৃদয়ে তার বিষাক্ত লতাগুল্ম ফেলে দীর্ঘশ্বাস
গভীরতর রাতে স্মৃতিতে চলে অচেনা এক বসবাস ।
Views: 27