বৈষম্য
____সিরাজুম মাহদী
শেফালী কল্পনা করতে ভালোবাসে,
পয়সা জমাতেও ভালোবাসে,
সে ভাবে এক টাকার কয়েনের তিনজন -বাবা , মা আর সে।
দুই টাকার কয়েনে বই পড়তে থাকা শিশু,
শেফালী ভাবে দুজনের একজন সে।
শেফালী রোজ ইট ভাঙতে যায় নোংরা রাস্তা পার হয়ে,
কল্পনায় সে দেখতে পায়,
একদিন তার রবারের স্যান্ডেল পড়বে সে রাস্তায়-
শুকনো পাতার উপর,
সে আওয়াজ শুনতে পাবে তার কয়েনের মানুষেরাও।
ইট ভেঙে সবাই দৈনিক মজুরি পায় যত,
শেফালি পায় তার চেয়ে কম,
কারণ সে ছোট;
সে জানেনা বৈষম্য কী!
সে তো কল্পনা করে রোজ মজুরি খোয়া যায়,
নাহয় জমা হয় অন্য কোথাও অন্য কারও কাছে।
ইট ভাঙতে ভাঙতে পড়ন্ত বিকেল তখন,
মালিকের তাগাদায় হাতুড়ির গতি বাড়ে শেফালীর,
বৃদ্ধাঙ্গুলে আঘাতের পর আঘাত পড়ে,
তবুও শেফালী থামে না শেষ পর্যন্ত।
বাড়ি ফিরতে শেফালী তার হাতের দিকে তাকায়,
হাতে মজুরীর পঞ্চাশ টাকার নোট,
বৃদ্ধাঙ্গুল হঠাত কথা বলে উঠল-
” শেফালী তুমিও বৈষম্য করো!
আমি ব্যথায় অবশ,
টাকার স্পর্শ পাইনি “
Views: 17