ভালো আছি
-আয়েশা সিদ্দিকা কনক
ঘরের কোনে জমে থাকা খড় কুটো ধুলোর আস্তরে ঢেকে থাকে , কোনো কাজে আসে না I
তেমনি কিছু গল্প কখনো হয়ত লেখা হবে না , কারণ,
যোগ্য লেখক নেই , পাঠকের হাতেও সময়ের অভাব I
বই মেলা এখন কেবল ই মিলনমেলা ,
আমার মতো কম জানা , শব্দের খেলায় আনন্দ পাওয়া মানুষটা এখন নাকি কবি I
জীবনের বাস্তবতা আর স্বপ্নেরা সমান্তরাল পথে চলে I
অনুভুতি গুলো লাগামহীন ,
অনুভবের ঘুড়িটা কাটা পড়েছে I
ভালোবাসা আর ভালোলাগা হৃদয় নামক ঘরটিতে ,
মান অভিমানের খেলা খেলে প্রতিনিয়ত I
বুকের ভিতরের রেলগাড়িটা ছুটে চলে ক্রমশ ,
বেঁচে থাকার তাগিদে মুখে মেকি হাসি সাজিয়ে অভিনয় করে যাচ্ছি ভালো থাকার I
Views: 21