ভিন্ন সময়ের ভালোবাসা
-রাজদীপ মজুমদার
গালিব যখন ভালোবাসার পথে নেমেছিল,
সে ওই ভালোবাসাকে জড়িয়ে নিয়েছিল
শেষ জীবনী পর্যন্ত,
আমিও জড়িয়ে নিয়েছি গালিবের পথকে,
কিন্তু আমার প্রেম পথে ভালোবাসা
অভিমানের গন্ডিতে আটকে থাকা জীবনবোধ।
আজ যারা ভক্ত তারাই এক কালে ছিল অভক্ত,
তারাই রেখেছিলো তাকে সমাজের নিম্নে,ভেঙে ছিল হৃদয়ের পাতা।
বোঝেনি তার প্রেমময় ভালোবাসার বাণীর কথা!
আজ আমিও ভালোবাসার বিষন্ন নৌকাতে ভালোবাসা খুঁজি,
দেখি বর্তমানে গালিবের ভালোবাসা ধর্মের চাদরে
ভন ভন করে ঘুরে যায় এই মন ওই মনে।
Views: 32