শঙ্কা
_______জয়ন্ত প্রসাদ গুপ্ত
হৃদয়ে হৃদয় মেলে
ভালবাসার নিবিড় বন্ধনে ।
উন্মনা মন যদি ধরা দিতে নাহি চায়
প্রেমিক হৃদয় সেথা নিরুপায় ।
শুধু উদাস অন্তর এই ভেবে ব্যথিত হয়,
কোন দূর ভবিষ্যতে আকাশ বাতাস
না মথিত হয় ব্যর্থতার বেদনায়——
অতৃপ্ত আত্মার নিবিড় ক্রন্দনে !
Views: 15