বইটিতে অনন্য জীবন কথায় ভরপুর। ছোট ছোট সুন্দর কিছু গল্প যে গল্প গুলো খুব সুন্দর সূচি আকারে একজন পাঠকের হৃদয়কে যত্নে ছুয়ে যাবে। যেমনটা আমার হৃদয়কে ছুয়ে গেছে সময়, মন, রাত, বোধ, লেখা, মানুষ, জীবন, স্বভাব, পড়া, সৃষ্টি।
জীবন গদ্য লেখক-অপূর্ব চৌধুরী বুক রিভিউ-মিধাত আবির
