অনুভবের পথে
___কামরুল আরেফিন
গহীন সে অনুভবের পথে;
যেতে যেতে মনে হবে,
একদিন তুমি আমি এক রহস্যময় নীরবতায়,
এমনই পাশাপাশি হেঁটেছি গোপন স্পর্শ পেতে।
সবুজ পার হয়ে আদিগন্ত বিস্তৃত সেই অবাক খোলামাঠ,
তারপর আবার সবুজে হারিয়ে;
জেনে নিতে চেয়েছি সেই চেনা এক আশ্চর্য অনুভব।
তুমি আমার হাত মুঠোয় ভরে নিলে কত সহজেই।
জলকাদা বাঁচিয়ে একেবারে মুগ্ধতার আবেশ চোখে দ্বিধাহীন।
আমার খোলাচুল বসন্ত বাতাসে দিগবিদিক ;
তুমি সামলে নিলে তাও ভয়ানক ইচ্ছের সেই রুদ্ধ আবেগে!
সেই আলতো স্পর্শটুকু আমি অনুভবে ছড়িয়ে যেতে দিলাম।
তারপর দুচোখে মুগ্ধতার আকাশ মেখে দুজনেই বসে রইলাম কিছুক্ষণ।
তোমার কাঁধে তখন আমার সমস্ত ভার;
সাগরের অপূর্ব সেই নীল বর্ণচ্ছটা চোখে মুখে নিয়ে,
অভূতপূর্ব এক সর্গীয় চিত্রপট আঁকছি !
তুমি আমি জড়িয়ে ধরে আছি,
অনন্ত সময়ের দুয়ারে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্ত।
দুঃখবোধের ছাপ ক্রমশ মিলিয়ে মিলিয়ে যাচ্ছে বহুদূর ;
জেনে যাচ্ছি,
অলৌকিক এক অবগাহনে সিক্ত আমি, তুমি দুজনেই এখন৷
আমাদের চারপাশের আর কেউ নেই,
ভয় নেই, দ্বিধা সংকোচ নেই।
প্রবল অনুভবের এক দুঃসাহসিক ডুবসাঁতারে আমাদের চলছে অভিসার৷
Views: 7