অপরিচিত বোধন
____ফাহমিদা আলী
ব্যথাগুলো আজ মুখোমুখি দাঁড়িয়ে, নির্বাক যন্ত্রণার
রুধির ধারাও আহত হয়েছে, ঘোর কেটেছে, মায়ার।
কুয়াশা ঢাকা ভিজে যাওয়া রোদ, মেঘাছন্ন হাহাকার
সলাজ কষ্ট অভিমান পোষে, গড়িয়ে পড়া জল, নিরাকার।
যেন একই আকাশে পাশাপাশি থাকা দু’টো সুপরিচিত মেঘ খন্ড, তাঁরা
একটা সরলেই, আরেকটাও সেদিকেই যেত, দুজনের-ই ছিল কাছাকাছি থাকার প্রচণ্ড এক তাড়া,
রোদ তেঁতে ওঠে, প্রশস্ত হাসিতে আলিঙ্গনে বেঁধে মেঘ দেয় তাতে সাড়া
হঠাৎ কোনো বার্তা ছাড়াই হারিয়ে যায় মেঘদূত তাঁর, অন্য মেঘ আজ জল বুকে ধরে ভীষণ দিশেহারা!
নিষ্প্রাণ নগরীতে ফুল ফোটাবে, তাঁরা- এমনটাই কথা ছিল
রোজই তাই যত্রতত্র, এলোমেলো কিছু নতুন চারা রোপিত হচ্ছিল
বিষাক্ত কোনো কীট ছিল না, যত্নের সাথে দুজনেই রোজ পরিচর্যা করছিল
গর্জন নয়, বর্ষণ নয়, আর না কোনো ঝড়ও – তবু, এক নিমেষেই সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল!
Views: 6