অসুখ
_____তাসলিমা খানম
অবহেলা আর উপেক্ষাতে
মনের পরতে পরতে যে ক্ষরণ ঘটে, ক্রমেই তা কর্কট রোগের মতো ছড়িয়ে পড়ে সমস্ত শরীরে।
সে অসুখ সারাবে, তেমন বৈদ্য কই?
ভালোবাসাহীনতায় যে ক্ষয় রোগের
জন্ম হয়, বুকের উষ্ণতায় শুধু তাকে
রোধ করা যায়।
ঠোঁটে ঠোঁট মিলিয়ে
চিরকালের চিরন্তন
কথা “ভালোবাসি” বললেই –
কর্পূরের মতো সমস্ত ব্যাধি উড়ে গিয়ে, আমি হয়ে যাই রোদ!
ভালোবাসি বললেই –
সমস্ত অভিমান আর দ্বিধার দেয়াল টপকে, আমি তোমার হয়ে যাই।
Views: 10