আপন কেউ
___মোঃতারেকুল ইসলাম
এমন মানুষ এমন সময়
এমন কথা কয়,
যেই কথাটা শুনে আমার
অনেক কষ্ট হয়।
বুঝেনা সে আমার কাছে
তার কত যে ছিলো দাম,
একটি কথায় পর হয়ে যায়
থাকেনা তার মান।
বুঝেও যদি না বুঝে কেউ
বুঝানো বড়ই কষ্ট,
নিজের থেকেই নিজের মান
একাই করে নষ্ট।
কি করে ভাই বুঝাই বলো?
সে তো বড় বুঝদার,
তারপরে কেন হাদার মত
কথাবার্তা হবে তার?
এমন তো ভাই আশা করিনি
কভু তার ওই কাছে,
আসলে আমি তুচ্ছ মাত্র
কিবা আমার আছে??
Views: 9