আসামী মন
_____পারভেজ পিয়াশ পিউ
তাতে আমার কিচ্ছু যায় আসে না…
সূর্যমুখীর হলুদ চুরি গেছে ,
বন বিভাগের কড়া নিরাপত্তায়
বিশ্রী রকমের সকালে ,
প্রেমের চেয়ে প্রয়োজন বেশি সিগারেটের ।
আদালতে বান্ডিল গুনে মুক্তির স্বাদ-
উফফ…
প্রতিনিয়ত আসামী হতে মন চায় !
আমাকে দেখে কারো বুঝে নিতে হবে না-
কোথায় যাচ্ছি , কেমন আছি…
ফুয়েল ফুরালে পাম্প , বিড়ি ফুরালে দোকান
আমি ফুরালে শুধুই কবর ।
ঝরে থাকা শিউলি আর লাল ভাঙ্গা চুড়ির খন্ড
ও আমার অনেক দেখা , অনেক পড়ে থাকা গল্প ।
একদা অভাব আমার তারুণ্য কেড়ে ছিল ,
একদা প্রণয় আমার আমাকে টুকরো করেছিল ,
তাতে আমার কিচ্ছু যায় আসে না…
Views: 17