ইদানীং
____খোবাইব হামদান
‘আনন্দকন্দ বাগান’ একমাত্র সুখালয়
সন্ধ্যা নামে চুপিচুপি নারীর মতন দিনান্তের পতনে
দিনগুলো ডুবে যায় সময়ের গর্ভে
রাতের নৃত্য মগ্ন ভোগালয়ে
কেউ মত্ত লোকালয়ে নিজেকে আবিষ্কারের চেষ্টায়
‘আনন্দকন্দ বাগান’ আজ অমাবস্যার আমন্ত্রণ
চারপাশে গাছ, পাখি, ফুল ও বাতাস
বাতাসে ভাসে সহস্র কোটি শব্দ চেনা-অচেনা
দূরের ঘন্টাধ্বনি, মুয়াজ্জিনের আজান, কিচিরমিচির
পশ্চিমে অলকানন্দা গাছটি নীরব—
যেন তার বুক ছিড়ে সবকটি সন্ধ্যা ডুব দিয়েছে
লোকালয় ছেড়ে আমি শব্দালয়ে বাতাসের বুকে।
শব্দ, শব্দ এবং শব্দ;
কিছু শব্দ আছে বিদঘুটে, ভয়ঙ্কর
গোলাপের শব্দকে চিহ্নিত করতে গেলাম
তৎক্ষনাৎ একটি শব্দ হৃদয় খণ্ডবিখণ্ড করে দেয়;
পরিচয় কী? বললেল, ‘প্রেমিকের হাহুতাশ দীর্ঘশ্বাস!’
আরেকটি শব্দ,
শব্দটি দেখতে যেন কিশোরীর গোমড়া মুখ
পরিচয়? বললেন,
‘গোলাপের রঙে জবার সন্দেহ!’
লোকালয় থেকে শব্দালয়ে ইদানীং স্বস্তির খোঁজ
সন্দেহ, দীর্ঘশ্বাস, যুদ্ধে সৃষ্ট শব্দ, আর্তনাদ
এই পরিবেশও বিনষ্ট
নিজেকে শব্দ হিসেবে আবিষ্কারের বহু আগে!
দুঃখে, কষ্টে সৃষ্টি করি একটি চিৎকার
গত শুক্রবার আমার চিৎকার লুট হয়ে গেছে
চিৎকার লুট করে নীরব অলকানন্দা—
আমি ও অলকানন্দা শব্দহীন, ইদানীং!
Views: 19