কবিতারা নীরব হয়ে গেছে
– আহমেদ জোবায়ের
দীর্ঘ থেকে দীর্ঘ ছিলো শীতের সেই রাত।
রুক্ষ থেকে রুক্ষতর ছিলো জীবনের সেই মেঠোপথ।
তুমি আমি পাশাপাশি হেঁটেছি বহুকাল।
কত কথা বলতে তুমি কম্পিত হৃদয়ে।
তোমার কথাই ছিলো জীবন।
তোমার কথাই ছিলো প্রেম।
তোমার কথাই হয়ে যেতো কবিতা।
কতকাল আর শুনিনা তোমার কথা।
একদিন অভিমানে বলেছিলাম আমি নীরব হয়ে যাবো।
নীরবতা যে বড়ই সুন্দর, বিধাতার ভাষা।
কিন্ত আমি তো সরবই রয়ে গেলাম।
শীতের শেষে বসন্ত এসেছে।
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার লাল প্রকৃতির সাজে।
ফুলের ঘ্রাণে সুবাসিত চারপাশ, ভোমরের গুঞ্জন
কোকিলের কুহুতানে বিরহী প্রাণ কেঁপে উঠে।
কিন্ত আমার মনের প্রকৃতিতে কনকনে শীতের রাত।
মনের অলিগলিতে রুক্ষতা ও বিষাদের সুর।
একটু আগুনের উষ্ণতা খুঁজে।
নির্ঘুম রাত,খোলা জানালা,অন্ধকার ঘর।
শিশুর মত কান্নায় ভেঙ্গে পড়ে আমার ভেতরের তোমার মানুষটা।
স্মৃতিরা বড়ই নিষ্ঠুর
বেদনা বাড়ায়,হাহাকার জাগায়।
দুটি প্রাণ এক হয়ে মিশেছিলো।
সমুদ্রের গভীর তলদেশে থাকা ঝিনুকের ভেতরে।
পাহাড়ের চূড়াতে,নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের সাথে।
দুটি প্রাণে প্রাণ ছিলো,প্রেম ছিলো।
ছিলো জীবনের কোলাহল, আবছায়া সুখ।
তুমি হারিয়ে গেছো
কথা থেমে গেছে।
কবিতারা নীরব হয়ে গেছে।
প্রাণ চুপসে গেছে শুধু দেহ ত্যাগের অপেক্ষা।
তুমিহীন জীবন আর প্রাণহীন দেহের মাঝে পার্থক্য নেই একটুও।
Views: 15