কষ্টে পুষ্ট সুখ
– ফারুকুজ্জামান জুয়েল
অসুখ ঘেঁটে এখনো কি, কষ্ট পাও মনে?
তাই,কষ্ট গুলো ছিটিয়ে দিলাম, ডাহুক ডাকা বনে!
অমরাবতীর গাছগুলো তাই, ঝরায় পাতা রোজ
কষ্টে পুষ্ট বুকের ভাঁজে, কেউ রাখে না খোঁজ!
জল জোছনার রাত্রি জুড়ে, ঝিঁঝিরা সব ডাকে!
মায়ায় জ্বলা রাত জড়ালো, কোন সে মনের বাঁকে?
সন্ধ্যা ছু্ঁয়ে খুব গোপনে, ঢেলে অমিত সুখ
বুকের আগুন জ্বেলে পোড়াও, মনের যত অসুখ?
কষ্ট খুঁটে কি সুখ পাও, গোপন অভিমানে?
কষ্টে পুষ্ট সুখের মোহ থাকুক অভিধানে!
Views: 10