চঞ্চলা চপলা
______মোঃ মশিউর রহমান ভূঁইয়া
উচ্চ রক্তচাপ ডায়বেটিস জ্বরজারি ঘন ঘন চশমার
কাঁচ বদলানো এই নিয়েই চলছে জীবন
হঠাৎ মোবাইলে তোমার যাদুমাখা কন্ঠস্বর সিক্ত
করে দিলো দেহমন প্রাণ।
ভাঙ্গাভাঙ্গা কন্ঠস্বরের কারণ জানতে চাইলে
বললে -শরীরটা ভালো নেই কদিন ধরে
ভাবলাম হায়রে! নিষ্ঠুর সময় কী নির্মমতায়
সবকিছু দাও ওলট-পালট করে!
তুমি ছিলে চকিত চাহনিতে অনিঃশেষ ছুটে
চলা হরিণী চঞ্চলা চপলা
ঘন অরণ্যে কতো ঋষি মুনির ধ্যান ভেঙ্গেছ
তুমি বেলা অবেলা।
পতঙ্গের ন্যায় তোমার জ্বলন্ত রূপের শিখায়
জ্বলেপুড়ে মরেছে কতোজনা
বাঁকা ছুরির মতো তোমার তীর্যক চাহনিতে
ঘায়েল হয়েছে কতো জানা অজানা।
তোমার কাছের একজন ছিলাম আমি
যদিও ঠিক সেভাবে না
তথাপি চিন্তায় ভাবনায় সব সময় ছিলাম
আমি তোমার প্রেরণা।
এরপর যা হয় আর কী চলে গেলে অন্যের
হয়ে দূরে বহুদূরে
বহুদিন পর আবার দেখা সূর্য যখন মধ্য
গগন পেরিয়ে অস্তাচলের পথ ধরে!
দেখা না হলে কিংবা যোগাযোগ না থাকলেই
বরং ভালো হতো বুঝি
আজ অবেলায় মনে হতোনা সেই দিন! কষ্টের
সীমা ছাড়াতোনা সেদিন খুঁজি!
Views: 7