জন্মভূমি
_____মোঃআব্দুল্লাহ রিফাত
পন্ডিত মশাই পন্ডিত মশাই
কেমন আছো তুমি,
কেমন আছে সোনার বাংলা
আমার জন্মভূমি?
পার করি আজ দুখের তরী
বিদেশ থাকি তাই,
বঙ্গমাতা কেমন আছে
আমার জানা নাই।
মন যে আমার হয় রে পাগল
বঙ্গমাতার ডাকে,
কিন্তু আমি আটকে আছি
ছিন্ন মেঘের ফাঁকে।
তাইতো আমার পুলক জাগে
চোখের তারায় ঘোর,
হৃদয় আজ-ও তোমার সনে
রাঙা আঁখির ডোর!
Views: 15