জীবন যুদ্ধ
____পারভীন আক্তার
একটি যুদ্ধ মানেই একটি সংস্কার
একটি অসুখ মানেই তিনটি অসুখকে প্রতিরোধের হাতিয়ার,
শূন্যতার কড়ানাড়া মানেই জয়গান পূর্ণতার
যুদ্ধের ডামাডোল বয়ে আনে মঙ্গল বার্তার।
কারো উপেক্ষা নিভৃত জীবন দুঃখের হুইসেল
জানিয়ে যায়; ফুলিঙ্গের মাঝে খুঁজে পাবে যুদ্ধের হাতিয়ার
সহিষ্ণুতা যেমন জীবনের পাঠ
তেমনি যুদ্ধ কালের স্বাক্ষী!
তাইতো সময়ের নিরাময়ের জন্য
সহিষ্ণুতাকে নির্বাসনে পাঠাতে হয়
জীবনকে ব্যাধিমুক্ত করতে।
বিষাদের হৃদপিণ্ড ছুঁয়ে থাকে আনন্দের ঝর্ণাধারা লক্ষ তারার
মরুদ্যানের মতো খাঁখাঁ মনোভূমি হতে পারে
উৎফুল্ল সবুজ প্রভাতের আনন্দ ডাকবাক্স
নিশ্চুপ বসে থাকায় কখনও প্রসব হয়, একটি নতুন কবিতার।
Views: 15