পাগলা ভোলা
_____মোঃআব্দুল্লাহ রিফাত
ভোরের শেষে চাঁদর গায়ে
রবীন্দ্রনাথ এসে,
বসলো তিনি আমার পাশে
শরীর খানি ঘেঁষে।
শুধায় মোরে ক্ষ্যাপার গানে
মত্ত মাদল বাজাস নাকি?
ঘুমের ঘোরে ছন্দ তালে
নাকটি তোর ওই হাঁকাস নাকি?
লিখিস তো তুই অনেক কিছু
কিন্তু লেখার কদর জানিস?
লেখার জাদু করতো যারা
তাদের কি তুই আদৌও মানিস?
বললে মোরে পাগলা ভোলা
ছন্দ কথার গন্ধ বুঝিস?
বুঝতে চাইলে আবোল তাবোলে
সুকুমারের ছন্দ খুঁজিস।
Views: 17