প্রিয় প্রত্যুষ
______সবনাজ মোস্তারী স্মৃতি
প্রিয় প্রত্যুষ,
আজ কত কত দিন পর তোমাকে চিঠি লিখছি। কি করে বলি বলোতো এখনো তোমার জন্য যে আমার হৃদয় পুড়ে।ভালো লাগে না কিছু। তোমাকে মনে পরে ভীষণ। বুকের মাঝে ঝড় শুরু হয়। সে ঝড়ে ভেঙ্গে যায় বুকের পাজর। আবার জোড়া লাগে। তুমি টের পাও না।
আজ ভীষণ দেখতে ইচ্ছে করছে তোমাকে। কত দিন দেখি না তোমাকে। ভুল পথেও ভুল করে আমাদের দেখা হয়নি অনেক দিন। ঈশ্বর চাইলে পারত আমাদের দেখা করাতে। তবে হয়তো তিনি চাইনি। আমাদের হিসেব আর ঈশ্বরের হিসেবের তফাত অনেক। তার হিসেবের কাছে তো আমরা পেরে উঠি না। আর যখন পেরে উঠি না তখন আমরা বলি জীবনের কাছে হয় তো হেরে গেলাম। আসলে হেরে যাওয়া জিটে যাওয়া কিছু নয়। সব কিছুই প্রকৃতির খেলা।
জীবন সুন্দর হলেও তোমাকে মনে পরলে জীবন বড়ই কুৎসিত মনে হয়। কেনো কুৎসিত মনে হবে না বলো, যেখানে তুমি আমি এত কাছে থেকেও দুরত্ব এত সেখানে কুৎসিত ছাড়া আর কি বাহ হতে পারে।
প্রত্যুষ, দিন শেষে যে যার সন্ধ্যার কাছে ফিরে যায় অথচ আমি পারি না। আজ জানতে ইচ্ছে করছে তুমি কেমন আছো? কি করছো আজ কাল? এখনো কি রোজ গানের আড্ডায় বসো নাকি চাকরিবাকরি নিয়ে সময় পাও না। এখনো কি সেই গানটা গাও? যে গান গেয়ে আমাকে ঘুম পারাতে? জানতে ইচ্ছে করে? হুটহাট জ্বর কি এখনো বাঁধাও? দিনে তিনচার প্যাকেট সিগারেট কি এখনো শেষ করো? এখন কি কেউ আমার মতন শাসন করে? নাকি তাকেও ভয় দেখাও ছেড়ে যাবার?কত কত প্রশ্ন জমে থাকে মনে অথচ কোনো উত্তর আসে না।
জানি উত্তর আসবে না। সন্ধ্যার কাছে ফিরে যাওয়া হবে না আমাদের। ভালো থেকো।
ইতি
“সুলতা”
Views: 26