বেহুলার ডাক
_____মোঃ আবু দাউদ শরীফ
আধার রাতের জ্যোৎস্না ছিলে
তুমি আমার সারাবেলা ,
ছিলে তুমি আমার কাছে একশো
তারার গড়ায় মালা ,
চড়েছি আজ তোমায় নিয়ে
ভাসিয়ে আমি ভেলা ।
বজ্র হানাহানির রাত্রিতে দিচ্ছি আমি
পারি এক বিপদের সমুদ্র ,
আসলেও শত বাঁধা ফিরবো আমি
ভালোবাসাটা খুবই তীব্র ,
একার মাঝে ছাড়তে পারিনি তোমায়
চড়েছি সেই ভেলায় ,
ভালোবাসায় গভীর ছিলাম ফিরবো আবার
কোনো এক অবেলায়।
সুখের সন্ধানে এসেছিলাম তোমার হাতটি ধরে ,
দুঃখেই আমি ছিলাম পাশে ভালোবাসার গভীরে ,
হারিয়ে ছিলাম তোমায় আমি আমার থেকে ,
প্রতিশ্রুতির শক্ত বাঁধনে ফিরিয়ে তোমায় বুকে ।
Views: 17