ভুল স্টেশন
_______পারভীন আক্তার
খুলে ফেল উলঙ্গ পরিচয়
আর নাহি তারে বহিবার দায়,
সত্য যেথা ঢাকিয়া রাখিবে
অসত্যের তরী শ্মশানে ভিড়িবে।
অশুচি যত অন্তর
দিও না তাদের হৃদয় মন্তর,
বিষাক্ত সাপ গলায় পেচিয়ে
কবরের পাশে আছ ঘুমিয়ে।
দহনের শীতল পাটিতে হয় কি?
শিল্পের সহবাস
ভুল স্টেশনে যুগ যুগ
করেছ বসবাস
Views: 10