মানুষ ও প্রকৃতি
_______মোঃ মশিউর রহমান ভূঁইয়া
ধান কাটা শেষ কৃষক পল্লী মেতেছে নবান্নের উৎসবে
ধুধু প্রান্তর শস্যহীন শূন্য মাঠ
হেমন্তের দুরন্ত মধ্যাহ্ন বাতাস ছুটে বেড়ায় খাঁ খাঁ
বিরান মাঠ জুড়ে জনশূন্য পথঘাট।
কৃষকের আনাগোনায় মুখরিত একদার ফসলের মাঠ
ঠায় দাঁড়িয়ে নাড়ার গোছা বুকে লয়ে
বাতাসের একটানা হু হু ধ্বনি কষ্টের কী কথা যেনো বলে
যায় পড়ে থাকা নাড়ার কানে বিরহ যাতনা সয়ে!
প্রায় শুকিয়ে আসা খালে বিলে আশ্রয়ের আশে মাছেরা
হেথাহোথা জল খুঁজে মরে
চিঁহি হি স্বরে মাথার উপর ডানা মেলে সোনালী চিল উড়ে
যায় আহারের তরে।
জলহীন মেঠোপথে শামুক ছানারা ছড়িয়ে ছিটিয়ে আছে
একটুখানি বেঁচে থাকার চেষ্টায়
গঙ্গাফড়িং তিড়িংতিড়িং লাফায় শুকনো নাড়ায় বাঁচেনা
তবুও জলহীন শেষটায়।
আবার সবুজে ভরে যাবে মাঠ নতুন পানিতে ডুবে যাবে
খালবিল সে আশায় বাঁধে বুক জীব জগৎ
জীবন জগতের এমনি ধারায় মানুষ প্রকৃতির মেলবন্ধন
আসছে চলে অনাদিকাল হতে যুগপৎ।
Views: 13