মেঘ ডাকবার বেলা
লেখকঃ- সালমা সিদ্দিকা
রিভিউঃ- মৌলি আখুন্দ
কাহিনী সংক্ষেপ:
ক’দিন পরেই কণার বিয়ে। বয়ফ্রেন্ড অমিতের সাথে না, বিয়ে হচ্ছে ফয়সালের সাথে। বিয়ের ঠিক আগেই কণা জানতে পারলো, সে অন্ত:সত্ত্বা। কণার জগৎ এলোমেলো হয়ে গেলো। ওর জীবনের অন্ধকার অধ্যায়ের কথা কাকে জানাবে? কণার গল্পের সাথে জড়িয়ে যায় নন্দিতার কিংবা স্নিগ্ধার জীবনের পাওয়া না পাওয়ার গল্প। হয়তো ওরা ক্ষনিকের জন্য থমকে যায় মেঘ ডাকবার বেলায়। আবার ছোট ছোট সুখ দুঃখ জড়িয়ে জীবন পথ এগিয়ে যায় অজানা গন্তব্যে।
পাঠ প্রতিক্রিয়া ;
“ডাইনি ” ও “ডাইনি পুনরাগমন ” এর কারণে বেশিরভাগ পাঠক সালমা সিদ্দিকা আপুকে চেনেন থ্রিলারের লেখক হিসাবে। তবে এই গল্পটা সামাজিক ও রোমান্টিক ঘরানার।
” মেঘ ডাকবার বেলা ” গল্পের কাহিনী এগিয়েছে একটি মেয়ের বিয়ের দুদিন আগে প্রেগন্যান্ট হওয়ার টেস্ট পজিটিভ হওয়ার ঘটনায়। দুই প্রতিবেশী পরিবারের বিভিন্ন ঘটনা যেন আমাদের চোখের সামনে মূর্ত হয়েছে।
সমকালীন কিংবা সামাজিক, বই কিংবা গল্প যেটাই বলি এইগুলো পড়ি আসলে নিজের জীবনের বিভিন্ন ঝামেলা কিছুটা সময়ের জন্য ভুলে থাকতে কিংবা নিজের জীবনের লড়াই লড়ে যাওয়ার অনুপ্রেরণা পেতে। সেদিক থেকে এই গল্পটা শতভাগ সার্থক। কণার হতাশায় ডুবে যাওয়া থেকে শুরু করে নতুনভাবে ফিরে আসার জার্নি ছিল অসম্ভব হৃদয়স্পর্শী।
লেখকের লেখার ক্রাইটেরিয়া যদি বলি, বাক্যগঠনগত ভুলের অনুপস্থিতি সেই সাথে সমৃদ্ধ শব্দভাণ্ডার লেখকের লেখার ভালো লাগার দিক। “এরপর কী হলো” জানার আগ্রহ পাঠকদের ধরে রাখে শেষ পর্যন্ত।তবে ইবুকের মাধ্যমে পড়ে আসলে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় না। অপেক্ষা করছি বইটা কাগজের অক্ষরে বন্দি হওয়ার যাতে বুকশেলফ থেকে নামিয়ে যখন ইচ্ছে তখন পছন্দমত যে কোনো পাতা খুলে পড়তে পারি, উজ্জীবিত হতে পারি নতুন স্বপ্নে কিংবা চোখ ভেজাতে পারি অশ্রুতে।
Views: 30