আমরা শিশু
________✒সরদার মুক্তার আলী
আমরা শিশু আমরা ফুল
ভূবন করি গন্ধে আকুল।
আদর স্নেহে মায়ের কোলে
বাবার ঠেলা দোলনায় দুলে
দুহাত নাড়ি দুপা ছুড়ে
দাদা দাদি পাশে ঘুরে।
নানা নানি আসলে পরে
খালামনিও আদর করে
কাজের বুয়া দৌড়ে আসে
সবাই আমায় ভালোবাসে।
মামনি দেয় চুমোয় ভরে
খোকন সোনা যাদু ওরে।
আমরা শিশু ফুলের মতো
আদর স্নেহ পাই যে শতো।
আমরা শিশু জাতির সেরা
মোদের জীবন স্বপ্ন ঘেরা।
আমরা শিশু – সরদার মুক্তার আলী
