অবহেলা আর অপমান
মোঃ তারেকুল ইসলাম
লিখতে আমার ভালোই লাগে
তাই তো একটু লিখি
এই নিয়ে সবাই দেখি
করছে হাসাহাসি।
আমি চলি আমার মতো
ধারিনা না কারো ধার,
ইচ্ছে মতো চলি আমি
মন যা চায় আমার।
রাস্তা ঘাটে খেলার মাঠে
দেখা হলেই বলে,
ওই যে দেখো কবি মশাই
আসছে আমাদের মাঝে!
সবার কথা শুনে আমি
শুধুই মুচকি হাসি,
আসলে সবাই হিংসা করে
তা নয়তো আর কি?
আবার বলে দেশের সবাই
যদি কবি হয়,
কবিতা পড়ার মানুষ তো হায়
খুজে পাওয়া হবে দায়।
আমি শুধু শুনি আর
আপন মনে বলি,
যে যায় বলার বলুক সবে
আমার মতোই আমি চলি।
খাই না তো ভাই কারো বাড়ি
নিজের বাড়িতেই খাই,
তাইলে কেনো অন্যের কথায়
মান করিবো ভাই।
সামনে পেছনে যারা সবে
করছে হাসাহাসি,
প্রতিষ্ঠিত হলে তারাই তখন
বলবে ভালোবাসি।
সেই প্রতিক্ষাতেই আছি আমি
আসবে আমার দিন,
তাদের কথার জবাব আমি
দিবো গো সেই দিন।
Views: 25