আমাকে ধরে রাখো
__________রেজওয়ান রাজু
ঝর্ণার কাছে দেখতে যাই নিজেকে
ঝর্ণাধারা ফালি ফালি করে আমার মুখাবয়ব
নদীর জলে নিজেকে দেখতে যাই
স্রোত এসে ভেসে নিয়ে যায় আমার মুখচ্ছবি
দিঘীর জলে আসে আচমকা ঝিরিঝিরি হাওয়া
মৃদু ঢেউয়ের বিক্ষিপ্ত হয়ে যায় আমার প্রতিচ্ছবি।
আমি আয়নার সামনে এসে যখন দাঁড়াই
আয়নাও যুগপৎ মুখ ঘুরিয়ে নেয়।
আমি তোমার চোখে তাকিয়ে আছি,
নিজেকে দেখতে পাচ্ছি,
আমাকে ধরে রাখো
পলক ফেলো না।
Views: 44