ঐতিহ্য
____মোঃ মশিউর রহমান ভূঁইয়া
নতুন পুরাতন বলে কিছু নেই এটি কেবলই
সময়ের পরিবর্তন মাত্র
আজ যা আছে কালও থাকবে তাই, শুধুই
বদলাবে দৃষ্টিভঙ্গি স্থান কাল পাত্র!
দিন মাস বছর আসে যায় প্রকৃতির পালা
বদল বৈচিত্রে ভরা ঋতু পরিবর্তনে
জীবন ও জগতের উপর প্রভাব বিস্তার
ঘটায় তার একান্ত সংগোপনে।
ভিন দেশের অনুকরণে উদযাপনের নামে
অর্থের অপচয় ভিন্ন আছে কী আর?
আধুনিকতার নামে মাঝে অসৎ ব্যবসায়ী
বানিজ্যিক স্বার্থোদ্বার করে যায় তার।
বাজি পোড়ানোর বিকট শব্দ আর উচ্চমার্গীয়
সুরে ভয়ে মরে শিশু বৃদ্ধ নিরীহ প্রাণীকূল
বিনোদন নামে অন্যের ক্ষতি তা কী করে হয়?
তবুও বারেবারে সেই একই ভুল।
মানবেনা যারা উদযাপন তথাপি যাদের করতেই
হবে হোকনা তা অতি একান্তে
অন্যের স্বাভাবিক জীবনে বাধা দেয়ার অধিকার
কে তারে দিয়েছে বড়ো ইচ্ছে করে জানতে!
আপন জল হাওয়ায় মিশে থাকা আবহমান
কালের সংস্কৃতির ধারক বাহক মোরা
বিদেশি ভাবধারার অন্ধ অনুকরণে ভেসে গিয়ে
স্বকীয়তা বিসর্জন দেয় কারা?
আমরা আমাদের মাঝে থাকি অতি সমৃদ্ধ যেটুকু
আছে মোদের সেটুকু আঁকড়ে ধরে
আমাদের সোনালী অতীত ঐতিহ্য একদার ছিলো
সারা বিশ্বের অনুকরণীয় ভুলে যাই কী করে?
Views: 22