কনকনে শীত
_______সরদার মুক্তার আলী
কনকনে শীত হিমেল হাওয়া
সহজ নয়তো স্বস্তি পাওয়া।
থাকলে বেশী গরম কাপড়
চায়ের কাপে দিয়ে কামড়
দুধ আর ডিম খাও ঘি মাখন
কাটবে দেখো শীতের কাঁপন।
খেজুর রসের মুড়ির গ্লাস
চিতা পিঠা দুধের পায়াস
কুয়াশায় ঘেরা হিমেল শীত
প্রচণ্ড শীতের কতো অতীত
আজও দোলা দেয় এই ক্ষণে
এই ঠোঁট ফাটা শীত কনকনে।
শীত বস্ত্র হীন জনমনে
কতো কথার আগমনে
উঁকিঝুঁকি সর্বক্ষণে
আশার বার্তা যদি আসে
আমাদেরকে ভালোবাসে
আমার প্রিয় এই দেশ মাতার
প্রিয় নেতা আম জনতার।
Views: 16