করিডোর
_____জাহিদা টুকটুকি
আমি বলছি ” না”,,
মনটা খুব চাইছে,,
একটু ” হ্যাঁ” বলে দিতে।।
হুম,,
পুরাতন নামে আবারো,
ভালোবাসার গোড়াপত্তন,
আবারো,
গোলটেবিল বৈঠক,,
,,
আমি বলছি ” না”,,,
কলজেপোড়া ধুকপুকানি বেড়েছে,
আবারো,,
ওপেন হার্ট সার্জারির মতো,
ভয়,,
ডর,,
অবশেষে,,,
তোকে দেখবার একটুখানি আয়েশ,,,
চোখ বুজে আছি,,
তাকাতে ডর ভীষণ,,
জানি,,
মিলিয়ে যাবার শেষ অপেক্ষারা,
ভর করে আমার স্মৃতির আষ্টেপৃষ্টে,,,
আমি,,
আবারো বলছি ” না”,
,,
জল গড়িয়ে জমেছে ভয়ংকর সমুদ্দুর,
১২ নম্বর বিপদসংকেত,
ঝড়ের বেগে কাঁপন লেগেছে,
আট কুঠুরি,
নয় দরজায়,,,,
আমি আবারো বলছি ” না”,,,,
মন বলছে,,
” ভালোবাসি,
“অনিমেষ, অনিমিখে”
Views: 33