কুয়াশা কেটে গেছে
– সরদার মুক্তার আলী
কুয়াশা কেটে রোদ উঠেছে
কিশোর যুবক বৃদ্ধরা সব
হিমেল হাওয়ার আগল ভেঙ্গে
সূর্য মামার উত্তাপে জুটেছে।
শহর জুড়ে ছাদে উড়ে
কাপড়-চোপড় ফুরফুরে
গোছল শেষে চুল শুকাতে
মা বোনরা রোদ লুটাতে
মহান স্রষ্টার গুণগানে
শুকরিয়ায় তাই প্রভুর শানে।
পাখিরা সব ডিগবাজি খায়
বাতাস নীলের আকাশটায়
ঝলোমলো রৌদ্র রাশি
কে না বলো ভালোবাসি!
সৃষ্টি যার দায়িত্ব ও তার
বিষয়টি যে আছে ভাবার
মানুষ হলো শ্রেষ্ঠ সৃষ্টি
মেলে দেখো শুভ দৃষ্টি।
Views: 15