খন্ড ভাবনা
______🖋পারভীন আকতার
আমার খণ্ড খন্ড ভাবনাগুলো আজ তোমাকে দিলাম
তোমাকে দিলাম সীমান্তের স্নেহমাখা স্বপ্ন
বেরোবার পথ আমার জানা নেই,
আমি আবিরের রঙমাখা ভালবাসা দিলাম
সমস্ত চাওয়া পাওয়ার এক কঠিন হিসাব বিলীন করে দিলাম
চেতনার রঙ্গে রঙিন করে করে,
হয়তো আমি আকাশের কোনো দিগন্তে
নয়তো পৃথিবীর কোনো প্রান্তে
শীতের কুয়াশায় শিশির হয়ে আর
মহাসমুদ্র পাড়ি দেয়া গাংচিল হয়ে হয়ে মুক্তির মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলবো কবি
তোমার আঙ্গিনা!
দিন রাতের প্রহসনে-যে অমিল
আমি সেই সত্যকে চিনে নেব
যে চেনায় থাকবেনা কোন বাধা কোনো ভুল
থাকবেনা কোনো আশাহতের আশা
পথের ধূলায় পড়ে থাকা-জীর্ণ পাতারা আর কোন
অভিযোগ করতে পারবেনা।
যখন সবুজ অরণ্যে রঙ দেখি পাতায় ফাঁকে
রঙ বদলের রঙিন খেলা-তখন
শিশির ভেজা ঘাসে আমি নিশ্চল নিশ্চুপ
তোমাকে ভালবাসার অধিকার দিলাম
তুমি যদি গোধূলির আলো হয়ে কিংবা
শ্রাবণের ধারা হয়ে আমায় ছুঁয়ে দিতে পারো
তবেই তুমি আমার ভালবাসার কাব্য হয়ে থেকো।
Hits: 23