খোকা এক রোখা
_______সরদার মুক্তার আলী
মা বলেছেন খোকা
বড্ড এক রোখা
আঁকতে থাকে ছবি
ভবিষ্যতের হবি
অংক নিয়ে খেলা
কাটে তার বেলা।
কাগজ তুলি সাথে
রাঙা প্রভাতে
নদীর তীরে বসে
দারুণ আঁকে সে।
অস্ত রবির রুপ
দেখে সে নিশ্চুপ
রাতের আগমনে
আঁকে সেই ক্ষণে।
ঘুড়ি নিয়ে দোড়ে
সুতা হাতে ধরে
আকাশের বুকে
নিত্য নতুন সুখে।
মা বলেন ডেকে
খোকা আজ থেকে
মন দেরে রে বেটা
করিসনে যেটা সেটা।
Views: 24