তুমি রবে নীরবে
_________শাহানা মাওলা
কিছু হাসি রেখেছি এখানে, সবুজ ঘাসের সাথে,
হঠাৎ যেও না দলে, থাকবে তো মনে?
লজ্জায় মাটি ছুঁয়ে গোপন কথারা আছে
ঐ পাশে, দেখেছো কি? দেখ না গো চেয়ে,
লজ্জাবতীর গায়ে মেশে
না বলে ছুঁয়ো না যেন, কত ভালবেসে
লাজ নত হয়ে থাকে তোমার পায়ের কাছে
কখনো কি ছুঁয়ে দেবে হেসে?
মনে আছে ঝুলনের রাতে, কত গান কত সুর
ঝরেছিল এই আঙ্গিনাতে
হৃদয় দোলানো দোলে দোদুল দোলার ঝুলনায়
চোখে চোখ রেখেছিলে হাত রেখে হাতে।
সকলি তেমন আছে, শহুরে ঝালর ঘেরা রূপো রঙ
দোলনার খাঁজে, রেখেছি আদর করে
তুলে নিও যদি লাগে কাজে
মাতাল প্রেমের নেশা বিলাসী জীবনে ছিল যত
সুগন্ধী মেখে তার তোমার গভীর চোখে
বুনেছি প্রহর কত, চেয়ে দেখ নয়নে আমার
বল না গো, কোথাও করিনি ভুল
তোমারও কি তাই মনে হবে, যেমন চেয়েছো তুমি,
সবই তার ঠিক আছে তবে?
আজ রাতে জেগে থেকো একা
আমার চুলের সুবাসে, সুবাসিত শয্যায়
বাসরের ঘ্রাণ পাও যদি, রাত্রির রূপকথা আঁকা
ভেবো না হারায়ে গেছি প্রিয়
পূর্ণ তিথির কাছে হৃদয়ের রঙ মেখে
ভালবাসি শুধু বলে দিও।
Views: 29