দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী
______________মোঃ তারেকুল ইসলাম
হঠাৎ একদিন চলে যাবো
চিরবিদায় নিয়ে!
দেহটা শুধু পরে রবে নিস্তব্ধ হয়ে।
টাকা-পয়সা কোন কিছুই লাগবে না মোর কাজে।
আমার পরিচয় মুছে যাবে,
থাকবে না কোনো চিহ্ন।
সামান্য কিছু স্মৃতি রবে,
আর সবই হবে ভিন্ন।
সুন্দর নামটি বলবে না কেউ!
সবাই বলবে লাশ।
দুনিয়ার আমল বন্ধ হবে,
আখিরাত হবে ফাঁস।
খবর পেয়ে আসবে সবাই,
দেখতে আমার মুখ।
আপনজনরা খবর শুনে,
পাবে মনে দুখ!
সাবার চোখে জল আসবে,
মনে দুঃখের ঢেউ!
মনের আবেগ প্রকাশ করবে,
সঙ্গে যাবেনা কেউ!
আপন মানুষ থাকুক যতই
একাই যেতে হবে!
বাঁশ বাগান বা গোরস্থানে
একলা পরেই রবে।
কেন এমন মিছে মায়ায়
সকলে আছো ডুবে?
দুনিয়ার মায়া ত্যাগ করে সব
আখিরাতেই যেতে হবে।
দুনিয়া তো হায় দুইদিনেরি
আখিরাত চিরস্থায়ী।
এখনো ভাই সময় আছে
ফিরে আসো তাড়াতাড়ি!
সময় গেলে পাবেনা সময়
সময় যে বড়ই দামি!
দুনিয়ার মোহে না পরিয়া
দ্বীনের পথে আসো নামি।
Views: 10