দূরন্ত ডানায় সীমান্তের ওপারে
____সরদার মুক্তার আলী
ওই দেখো এক ঝাঁক পাখি উড়াল দিয়েছে আকাশে
তাদের ডানাগুলো ভর করে দূরন্ত বাতাসে
হয়তো কোথাও ওরা হারিয়ে যাবে সীমানা পেরিয়ে
দূর দিগন্তের ওপারে সবুজ শ্যামল কোনো
বন বনানীতে।
কচি কচি পাতা শাখা প্রশাখায় অজস্র পুষ্প কুঁড়ি
পাঁপড়ি মেলছে
সেই বনে প্রজাপতিরা মনের আনন্দে খেলছে।
মৌমাছিরা মধু আহরণে দারুণ ব্যস্ত
পাকা পাকা ফল মূল অপেক্ষায় আছে
ঝাঁক ঝাঁক পাখিদের ঠোঁটের স্পর্শ নেওয়ার।
নিশ্চয় কারো অধিকার নেই পাখিদের বাধা দেওয়ার।
বিষাক্ত এই মনুষ্য বসতি ছেড়ে
কারখানা বর্জ্যে বিষাক্ত জলাশয়
স্নায়ু যুদ্ধ অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র পরীক্ষার উৎসব
সর্বত্র যুদ্ধ যুদ্ধ খেলা।
মনুষ্যত্ব আর মানবতাহীন সমাজ
জবর দখলের নিরন্তর ষড়যন্ত্র।
তাইতো পাখিগুলো ভীত সন্তস্ত্র
একটু নিরাপত্তার খোঁজে স্বাধীন সার্বভৌম বনানীতে দূরন্ত ডানায় উড়ে যায় সীমান্তের ওপারে।
Views: 36