নারী যোদ্ধা
_____সেলিনা হোসেন
জীবন কে যাপন করার জন্য যারা যুদ্ধ করে চলছে অহনিশি তারা ই যোদ্ধা।
সাধারণত আমাদের চোখে পুরুষরা যোদ্ধা। আমাদের সমাজের পুরুষ মানুষ তার স্ত্রী সন্তান ; মা বাবা ভাই বোন এর ভরণপোষণ সহ যাবতীয় দায়িত্ব পালন করে থাকেন।
পুরুষ আয় উপার্জন করেন। পরিবার এর কোন সমস্যায় তিনি অগ্রনী ভূমিকা পালন করেন। কোন স্ত্রী যদি কর্মজীবী হয়ে থাকেন তাহলে তিনি ও তার পরিবারে স্বামী র সাথে সাথে নিজে ও টাকা পয়সা খরচ করেন। উভয়ের অর্থে সংসারের প্রয়োজন ও মেটে ; স্বচ্ছলতা ও আসে।
উপরন্তু একজন কর্মজীবী নারী তার উপার্জিত অর্থ দিয়ে তার নিজের ব্যক্তিগত খরচ মা,বাবা ভাই বোন এর জন্য কিছু করতে পারেন। এক্ষেত্রে স্বামী র মুখাপেক্ষী হতে হয়,না।
এটা আমাদের সাধারণ হিসাব। এভাবেই আমরা আমাদের মাইন্ড কে সেট করে নিয়েছি। এর বাইরে আর কিছু যেন ভাবতে পারি না। ভাবতে চাই ও না।।
অথচ অসংখ্য নারী যোদ্ধা মা বোন সমাজ সংসারে যুদ্ধ করে টিকে আছে ; কিংবা যুদ্ধ করে চলছে অহনিশি তাদের গল্প অধরা ই রয়ে যায়।।
কোন কোন পরিবারের পুরুষ মানুষ তার আয় সংসারে ব্যয় করেন না। পরিবারের প্রতি উদাসীন।
সেক্ষেত্রে তার স্ত্রী হয়ে যায় যোদ্ধা। সংসারের হাল ধরেন। সে ক্ষেত্রে নারী যোদ্ধা কে কাজ করে অর্থ উপার্জন করতে হয়। কর্মক্ষেত্র; সংসারে ; সন্তান লালনপালনে তাকে দক্ষ হাতে ম্যানেজ করতে হয়।
জীবনের চরাই উতরাই লান্চনা অপবাদ অপমান মাথায় নিয়ে তাকে যুদ্ধ করতে হয়।
কোন নারী অল্পবয়সে বিধবা হলে তাকে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত করার ঘটনা বিরল নয়। বাবা র বাড়িতে আশ্রয় হলেও ভাই এর বৌ দের গলগ্রহ হয়ে থাকতে হয়।
কোন কারণে ডিভোর্সী নারী ও এই সমাজে কতটা নিরুপায় অসহায় হয়ে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য…. সে খবর ও অধরা ই থেকে যায়।
বিভিন্ন এন জি ও গুলো নারী দের স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে। এই ঋণ টা হয় নারী দের নামে।
কিন্তু কয়জন নারী সেই ঋণের টাকা দিয়ে ব্যবসা করেন??
নারী দের দিয়ে ঋণ উত্তোলন করান কর্তা পুরুষ টি। তারপর তার স্বামী সেই টাকা নিয়ে কি করেন সে প্রশ্নে যাব না। তবে কিস্তি প্রদানের সময় অধিকাংশ স্বামী রা যে টালবাহানা শুরু করেন তা বলাই বাহুল্য।
যেহেতু ঋণ গ্রহিতা তার স্ত্রী ; তাই ঋণের কিস্তি র যাতনা টা পুরো পুরি ই তার। কিস্তি র টাকা যোগাড় করতে তার কষ্টের পার থাকে না।
সমস্ত নারী যোদ্ধা মা বোনকে সশ্রদ্ধ সালাম জানাই। তাদের জন্য কোন কিছু করতে পারি বা না পারি কমপক্ষে ক্ষতি না করি।।
Views: 34