পৌষের উষ্ণতা
____পারভীন আক্তার
দরিয়ানগর সৈকত থেকে
হিমছড়ির কিছু হিম বায়ু
ডাকবাক্সে পাঠালে,
কোন আবেশে শীত জড়িয়ে গেলে
নন্দনরাগের সুর তুলে
তোমার বক্ষমাঝে লাজুক মাধুরী লুকিয়ে
এঁকে দিলাম রক্ত চুম্বন চিহ্ন!
হৃদয় উষ্ণতার নিখুঁত বুননে
শীত নিবারণ যোগ্য ভালোবাসার
নকশীকাঁথায় তোমাকে জড়িয়ে নিলাম।
কুয়াশার তাবু গুটিয়ে
তোমার পৌষপার্বণের পিঠাপুলির আয়োজনে
হৃদয় ভাটিতে জোয়ার ফিরে আসে,
তারাভরা রাতে হৃদয় জ্যোৎস্নাতলে
বেলী কামিনীর ঘ্রাণে জড়ানো জারি সারি ভাটিয়ালি গান
তোমার ইন্দ্রধনু বুকে ফিরে পায় নতুন প্রাণ।
শাড়ির আঁচলে বেঁধে নিলাম
তোমার হাজার রাতের তৃষ্ণা বৃষ্টির নূপুরের কীর্তন
গলায় জড়িয়ে নিলাম
শতশত রাতের অপেক্ষিত!
তোমার দেয়া মাকড়সার জালে জড়ানো
শিশির শিক্ত হীরক হারের চুম্বন।
Views: 15