প্রমিথিউস
______কামেশ্বর কামু
গোগ্রাসে আমি আঁধার পান করে যাই ,
তবুও আপন দেহে জ্বালি , আলোর রোশনাই ।
আঁধার শুষে এই দেহে প্রজাপতির রঙের বিকিরণ ,
ভেঙেচুরে চুরমার দেহ ছাই ভস্মের মতন ।
মনের ভেতর খেলা চলে , অল্প অল্প সুখের সাধ ,
মনের এককোনে গড়ে তোলে সুখ স্বপ্নের প্রাসাদ ।
স্বপ্ন ভাঙনের ভীতি গোখরোর মতো ফণা তুলে ,
অন্তর – বাহির তটস্থ হয় অনিরাপদ ভয়ের ছোবলে ।
মনের ভেতর সুখ হারানোর নিরন্তর দ্বন্দ্বের দোলাচল ,
বিরামহীন মন খারাপ চিলের মতো ছোঁ মেরে
ভাবনার নেয় দখল ।
মনের সাথে আকাঙ্ক্ষার এক অবুঝ যুদ্ধ চলে
সময়ের অভিশাপে ,
সারাক্ষণ মন খারাপের প্রচেষ্টা শুধু সুখগুলোকে
মেরে ফেলবার গলা টিপে ।
এই দেহ নিথর মাংসপিণ্ডের মতো
একটা দলা হয়ে ,
কালো জাদুতে হাড় হীন হয়ে
শূন্য বাতাসে যায় মিলিয়ে ।
মরতে তো আমি চাই না
মরতে তো আমি পারি না
আমাকে যে বাঁচতে হবেই ,
বেঁচে থাকি আমি
অন্তরে হিমালয়ের প্রতিজ্ঞা
অস্ফুটের সাড়াতেই ।
জীবনের এক নবীন ডাক শুনতে ,
শেষ আলিঙ্গনের প্রতীক্ষায় বেঁচে থাকি
প্রতীক্ষার প্রহর গুনতে ।
জানালার ধারে একটা লেখার টেবিল
তার পাশে আমি নিজেকে
কাফনের মোড়কে রেখেছি মুড়ে ,
ঘুমে ঢুলু ঢুলু আমার নির্ঘুম চোখ
গুরুগম্ভীর শব্দের প্রতি উত্তরে ।
ঈগলের প্রতি ঠোকরে মৃত্যু যন্ত্রণা হয়
মৃত্যুকে তাই আলিঙ্গনের অপার্থিব নেশা ,
কুঁকড়ে উঠি প্রমিথিউস আমি , তবু মরিনা
অন্তর জুড়ে ধ্বনিত হয় , জীবনের স্পন্দন
নতুন দিনের ভালবাসা ।
Views: 18