বই লিখবো
________মোঃআব্দুল্লাহ রিফাত
কে আছো ভাই করতে পারো
এক্কেবারে পিঠ সটান,
এক নিমিষেই লম্ফ দিয়ে
আবার হবে চিৎপটাং।
কেউ যদি কয় পাগলা ভোলা
একলা বসে করিস কি,
এত্ত বড় লম্ফ মারিস
তবুও তুই মরিস নি?
উল্টে উঠে বলবে তাকে
তুই তো ব্যাটা লক্ষী ছাড়া,
সাহস থাকলে ওইখানে তেই
দুইটা মিনিট একটু দাড়া।
দম দমা দম মারবো তোকে
পুঁতে ফেলবো এখনি,
ঘুঘু দেখেই দিন কেটেছে
ফাঁদ তো বাবা দেখোনি।
আমি কি ভাই জানো তুমি
জানলে পরে ছটফটি,
জানবে তুমি কেমন করে
খাও তো শুধু কটকটি।
এমনভাবে বলবে কথা
শুনলে যেন সবি তার,
এসব দেখে ভাবনা মনে
বই লিখবো কবিতার।
Views: 33