বড্ড অবাক লাগে
_____মোঃ রবিউল ইসলাম
মানতে বড্ড অবাক লাগে,
তবু ও মানতে হয়।
সৃষ্টির সেরা মানবজীবন কিছুই নয়।
ভাবিনি কখনো এমন ভাবে প্রিয় মানুষ হারাবে।
স্মৃতির পাতায় তার কথা গুলো,
স্মৃতি হয়েই রয়ে যাবে।
হ্যাঁ আমি বলছি গণিত স্যারের কথা
স্যারের সাথে বুধবারেতে হয়েছিলো কথা।
কে জানতো!
স্যারের সাথে এটাই শেষ দেখা।
এখন শুধু তার স্মৃতি পরে আমার মনে।
অঙ্ক করাতেন সময় নিয়ে,
একটু বুঝে শুনে।
যতোই করি বাঁদরামি আর যতোই করি দুষ্টামি।
স্যার বলতেন হাঁসি মুখে,
তোমাদের মনের খবর সবই আমি জানি।
এখন তো আর গণিত ক্লাস লাগেনা যে ভালো।
আমাদের একা করে স্যার এভাবে চলে গেলো।
আল্লাহর কাছে চাওয়া আমার বেশি কিছু নয়।
অন্ধকার ঐ কবরে স্যার যেনো সুখ,
শান্তিতে রয়
উৎসর্গঃ হাফিজ স্যার
Views: 41