বর্ষবরণ
____নাজনীন নাহার
রাত বারোটা এক,
তুমুল আতশবাজির উৎসব।
রাস্তায় জোরেশোরে গাড়ির হর্ণ,
আকাশ আজ আলোর বন্যায় ভাসছে।
আলোর মিছিল আজ চারিদিকে,
গাইছে সকলে সব দুঃখ ভোলার গান।
নতুন বর্ষ বরণে সকল মন আজ উন্মুখ,
ক্লাবে, রেস্টুরেন্টে, বাড়ির ছাদে বারবিকিউর সুগন্ধ।
যার যা সাধ্য মতো সুখের আয়োজন কিংবা অতিরঞ্জন,
নতুন করে স্বপ্নে, আশায়, ভালোবাসায় একত্রিত সকল মন।
জীবনটা সত্যি এমন উদযাপনের মতো আনন্দময় হোক,
জীবনটা হোক প্রশান্তির মতো পরিতৃপ্তির।
পারস্পরিক শ্রদ্ধাবোধ গানিতিক হারে বৃদ্ধি পাক, জ্যামিতিক হারে বাড়তে থাকুক সম্পর্কের মাঝে সম্মান।
ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাক বিশুদ্ধ বোধের প্রেম,
ভালোবাসারা একত্রিত হোক বিশুদ্ধ বিশ্বাসের প্লাটফর্মে।
যতটা দেখানো হচ্ছে ততটাই প্রকৃত আনন্দে রাঙুক সকল মন,
পবিত্র তিলাওয়াতের মতো পূর্ণ তৃপ্তি আসুক সকল আত্মায়।
বছর শুরুর চাওয়াগুলো পূর্ণ হোক পরিতৃপ্তির আদলে,
সকল জরা, ব্যাধি, জীর্ণতারা বিদায় নিক অবলীলায়।
মিথ্যে, হিংসা, গ্লানি, অসত্য এবং ভণ্ডামীর অবসান হোক একেবারেই,
মানুষ প্রকৃত মানুষ জন্মে বাঁচুক সকলে।
প্রকৃত মানবতার জয় হোক,
হোক সকল মানুষ পরিপূর্ণ মানবিক।
মানুষ আরও সমৃদ্ধ হোক বিশুদ্ধ বোধের অখণ্ড সন্তরণে,
ভুলে যাক সকল শোক, তাপ, অহং ও জটিলতা।
পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক বিশ্বাসের নজির,
ভালোবাসারা একত্রিত হোক পবিত্র সত্তার সম্ভাষণে,
প্রেম হোক প্রকৃত মানব জন্মের পরিশুদ্ধ প্রজ্ঞা।
বছরটা নতুন হোক,
নতুন করে প্রতিষ্ঠিত হোক সকল মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস।
Views: 13