বেলাশেষে
_____রবিউল করিম পলাশ
কি অবাক করা কান্ড দ্যাখো,
আজ আমার হাতে ছড়ি!
তোমার চোখেও চশমা চেপেছে
পড়নে সাদা শাড়ি!
পাকা চুলের কেশবিন্যাসে
ঢেকেছে সোনালী অতীত,
ভালোবাসাময় হৃদয় খানি
পড়ে আছে শূণ্য – পতিত!
সময় এভাবে সব কেড়ে নেয়,
ফুরালে জীবন বেলা,
ফুরাবে জীবন, তবু স্মৃতি হয়ে রবে,
সেই তুমিময় সারাবেলা…..
Views: 19