ভাঙ্গাগড়া
_______মোঃ মশিউর রহমান ভূঁইয়া
পাড় ভাঙ্গা নদীটির তীরে বসে ভাবি একা
আবার কি লাগবে জোড়া!
আবার কি উঠবে জেগে হারিয়ে যাওয়া সুপ্ত
বাসনা রঙিন আশার স্বপ্নে মোড়া!
অপেক্ষায় থাকি ভাঙ্গা পাড় কখন জেগে
উঠে পুনর্মিলনের নেয় প্রস্তুতি
হঠাৎ ভেসে আসা ঝপাৎ শব্দে চকিতে ফিরে
শুনি নতুন ভাঙ্গায় নিরাশার স্তুতি!
একবার ভাঙ্গে যা লাগেনা জোড়া দেখেছি
যাপিত জীবনে কতো শতো!
তবুও হায় মানেনা অবুঝ মন যদি ফিরে
আসে তাইতো অপেক্ষা অবিরত।
আশায় আশায় কেটে যায় দিন আসেনা
ফিরে আর হয়না কিছুই
স্বপ্নে বিভোর মত্ত এ মন ক্ষীণ আশায়
তবুও ক্ষণ গুণে যায় নিতুই।
পাড় ভাঙ্গা মন ভাঙ্গা সবই এক লাগেনা
জোড়া ভাঙ্গে যদি একবার
তথাপি পূর্ব সতর্কতা কখনোবা হতে পারে
রক্ষাকবচ কূল হারাবার।
Views: 50