মনের কথা
___রাহানা পারভিন
কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়
কিছু উত্তর আজও মেলেনা
কিছু কথা আজও মন কাড়ে
কিছু স্মৃতি আজও চোখ ভিজিয়ে দেয়
মরেও মরেনা কিছু আশা
হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত
হারিয়ে গেছে প্রথম প্রেমের
টুকরো হওয়া মন
চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।
Hits: 11